UMMA TOKEN INVESTOR

Ман пирки

Frontend Developer || JavaScript || React JS || Arabic Teacher. If you contact me, send your message to "yasinarafatofficialmail@gmail.com"

2 уйӑх Куҫарас
Çĕнĕ çулахне йывăçлăх

এখন আমাদের ৮ কে ২০ রাকাত কিংবা ২০ কে ৮ রাকাত করার সময় নয় ।

সময় এখন "সর্বত্রে নির্বিঘ্নে 'নামাজ' পড়া'' নিশ্চিত করা। ধর্ম পালনের সক্ষমতা অর্জন করা।

নিজেদের আত্মপরিচয় জানা। আমরা "উম্মতে ওহেদা", জানান দেওয়া।

আপনি যাকে ২০ রাকাতের তালিম দিচ্ছেন, তার ৮ রাকাতের দলিল আছে এবং এটাকেই সঠিক মনে হচ্ছে।

আপনি যাকে ৮ রাকাতের তালিম দিচ্ছেন, তারও ২০রাকাতের দলিল আছে এবং এটাকেই সঠিক মনে হচ্ছে।

অতএব, সময় এখন -

আমি সঠিক হলে; তোমাকে আমার, তুমি সঠিক হলে; আমাকে তোমার অন্তর্ভুক্ত হওয়ার দোয়া করা।

আমরা "উম্মতে ওসাতা", প্রকাশ করা।

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

Хыпар пек ярас
Ман тетелӗ питра пайлас
Ушкӑнта пайлас
2 уйӑх Куҫарас
Çĕнĕ çулахне йывăçлăх

Don't be sad.

Pain in this dunya is temporary, handle it with Sabr and inshaAllah a greater reward awaits you.

Хыпар пек ярас
Ман тетелӗ питра пайлас
Ушкӑнта пайлас
2 уйӑх Куҫарас
Çĕнĕ çулахне йывăçлăх

তাজমহল আর হার্ভার্ড ইউনিভার্সিটির নির্মাণকালটা দেখেছেন?

এই ধারাটা কিন্তু এখনো চলমান।

আমাদের অনেক কিছু হয়। আমরা উন্নয়নের রোল মডেল হই (?) কিন্তু আমাদের শিক্ষা ??

একটি উদাহরণ, ১৯৭১ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় ছিল বছরে যথাক্রমে ১২৮ মার্কিন ডলার ও ২৯০ মার্কিন ডলার। সেখানে ২০২৩ সালে এসে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় দাঁড়িয়েছে বাংলাদেশের ১৬ গুণেরও বেশি।

দুই দেশের অর্থনৈতিক অবস্থার এত ব্যবধানের পেছনে অন্যতম বড় ভূমিকা কী?

শিক্ষার প্রতি গুরুত্ব।

রাষ্ট্র কোথায় বিনিয়োগ করেছে? তার ওপর দেশের আর্থিক ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করে।

আমরা পাশ্চাত্যের অজস্র মন্দ জিনিস শিখি, কিন্তু ওদের ভালো জিনিস মোটেও শিখতে চাই না।

image
Хыпар пек ярас
Ман тетелӗ питра пайлас
Ушкӑнта пайлас
2 уйӑх Куҫарас
Çĕнĕ çулахне йывăçлăх

ঘুরে দাঁড়ানোর সময় এখনো আছে। কিন্তু মেরুদণ্ডহীন ও নির্বোধ হয়ে গেলে সেই সময়টুকুও কাজে লাগানো সম্ভব হয় না।

Хыпар пек ярас
Ман тетелӗ питра пайлас
Ушкӑнта пайлас
3 уйӑх Куҫарас
Çĕнĕ çулахне йывăçлăх

মরক্কোর ড্রাগ ডিলারদের মতো (নীতিহীন) মানুষরা পর্যন্ত মানবতার খাতিরে ইসরাইলের কাছে ড্রাগ না বেচার ঘোষণা দিছে।

আফসোস! আরবের শাসকদের জন্য।

image
Хыпар пек ярас
Ман тетелӗ питра пайлас
Ушкӑнта пайлас