এখন আমাদের ৮ কে ২০ রাকাত কিংবা ২০ কে ৮ রাকাত করার সময় নয় ।
সময় এখন "সর্বত্রে নির্বিঘ্নে 'নামাজ' পড়া'' নিশ্চিত করা। ধর্ম পালনের সক্ষমতা অর্জন করা।
নিজেদের আত্মপরিচয় জানা। আমরা "উম্মতে ওহেদা", জানান দেওয়া।
আপনি যাকে ২০ রাকাতের তালিম দিচ্ছেন, তার ৮ রাকাতের দলিল আছে এবং এটাকেই সঠিক মনে হচ্ছে।
আপনি যাকে ৮ রাকাতের তালিম দিচ্ছেন, তারও ২০রাকাতের দলিল আছে এবং এটাকেই সঠিক মনে হচ্ছে।
অতএব, সময় এখন -
আমি সঠিক হলে; তোমাকে আমার, তুমি সঠিক হলে; আমাকে তোমার অন্তর্ভুক্ত হওয়ার দোয়া করা।
আমরা "উম্মতে ওসাতা", প্রকাশ করা।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
এখন আমাদের ৮ কে ২০ রাকাত কিংবা ২০ কে ৮ রাকাত করার সময় নয় ।
সময় এখন "সর্বত্রে নির্বিঘ্নে 'নামাজ' পড়া'' নিশ্চিত করা। ধর্ম পালনের সক্ষমতা অর্জন করা।
নিজেদের আত্মপরিচয় জানা। আমরা "উম্মতে ওহেদা", জানান দেওয়া।
আপনি যাকে ২০ রাকাতের তালিম দিচ্ছেন, তার ৮ রাকাতের দলিল আছে এবং এটাকেই সঠিক মনে হচ্ছে।
আপনি যাকে ৮ রাকাতের তালিম দিচ্ছেন, তারও ২০রাকাতের দলিল আছে এবং এটাকেই সঠিক মনে হচ্ছে।
অতএব, সময় এখন -
আমি সঠিক হলে; তোমাকে আমার, তুমি সঠিক হলে; আমাকে তোমার অন্তর্ভুক্ত হওয়ার দোয়া করা।
আমরা "উম্মতে ওসাতা", প্রকাশ করা।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ