দলিল-আদিল্লা, তর্কযুক্তি আমাদের আবেগ কেড়ে নিয়েছে। আবেগহীন রোবোটিক ইসলাম আমরা পালন করছি। ইশক, ভালোবাসা, আবেগ প্রেম, অনুভূতি এসবের জায়গা নেই আমাদের এই সহীহ ইসলামে। টেক্সটের নকশার ওপর দিয়েই গটগট করে হাঁটতে হবে। ডানে বাঁয়ে তাকালেই শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। সালাফরা এই টেক্সটকে কীভাবে বুঝেছেন, অক্ষরের গভীরে যে বোধ, তার কোনো পরোয়া নেই।\'
মানুষ আবেগের বশে বিদাত করে, বিদাত একসময় রূপ নেয় শিরকে। একদল আবেগের দলিল দিয়ে শিরক-বিদাতে লিপ্ত। আরেকদল এজন্য আবেগকেই নাকচ করে দেয়। অথচ আবেগহীন অনুভূতিহীন তোতাপাখি বানানো দ্বীনের উদ্দেশ্য না। আবেগকে নাকচ করা না, বরং মানবীয় আবেগকে সঠিক রাস্তায় চালানোই ইলম পাঠানোর উদ্দেশ্য। ইলম হলো আবেগের গাইড। ইলমকে সহিসে বসিয়ে আবেগের ঘোড়া ছোটানোই দ্বীন। ইলমের সীমানার ভিতর
আবেগের চূড়ান্ত ক্ষুরণই \'মুহাব্বত\'। আল্লাহর সাথে তাঁদের সম্পর্ক স্রেফ জায়েয-নাজায়েযের খোলসে মোড়া ছিলো না। তাঁদের তাওহিদ প্রেমহীন-অনুভূতিহীন ছিলো না।
বই: পরানবন্দি
লেখক : Shamsul Arefin Shakti
প্রকাশক : সন্দীপন প্রকাশন
#ishmumsbookcut
দলিল-আদিল্লা, তর্কযুক্তি আমাদের আবেগ কেড়ে নিয়েছে। আবেগহীন রোবোটিক ইসলাম আমরা পালন করছি। ইশক, ভালোবাসা, আবেগ প্রেম, অনুভূতি এসবের জায়গা নেই আমাদের এই সহীহ ইসলামে। টেক্সটের নকশার ওপর দিয়েই গটগট করে হাঁটতে হবে। ডানে বাঁয়ে তাকালেই শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। সালাফরা এই টেক্সটকে কীভাবে বুঝেছেন, অক্ষরের গভীরে যে বোধ, তার কোনো পরোয়া নেই।\'
মানুষ আবেগের বশে বিদাত করে, বিদাত একসময় রূপ নেয় শিরকে। একদল আবেগের দলিল দিয়ে শিরক-বিদাতে লিপ্ত। আরেকদল এজন্য আবেগকেই নাকচ করে দেয়। অথচ আবেগহীন অনুভূতিহীন তোতাপাখি বানানো দ্বীনের উদ্দেশ্য না। আবেগকে নাকচ করা না, বরং মানবীয় আবেগকে সঠিক রাস্তায় চালানোই ইলম পাঠানোর উদ্দেশ্য। ইলম হলো আবেগের গাইড। ইলমকে সহিসে বসিয়ে আবেগের ঘোড়া ছোটানোই দ্বীন। ইলমের সীমানার ভিতর
আবেগের চূড়ান্ত ক্ষুরণই \'মুহাব্বত\'। আল্লাহর সাথে তাঁদের সম্পর্ক স্রেফ জায়েয-নাজায়েযের খোলসে মোড়া ছিলো না। তাঁদের তাওহিদ প্রেমহীন-অনুভূতিহীন ছিলো না।
বই: পরানবন্দি
লেখক : Shamsul Arefin Shakti
প্রকাশক : সন্দীপন প্রকাশন
#ishmumsbookcut