তোমাদের কেউ সকালবেলা তার দড়িটা নিয়ে বেরিয়ে পড়ে, জীবিকার খোঁজে। তারপর কাঠ কেটে পিঠে বয়ে এনে বিক্রি করে বাজারে। এভাবে যতটুকু আয়-রোজগার হয়, তাতে সে নিজের প্রয়োজন মেটায়-নিজের পায়ে বাঁচে। আবার অপরকে কিছু দানও করে। শুনে রাখো, তার এই কাঠ কুড়ানোর কাজটি কারও কাছে হাত পাতার চেয়ে হাজারগুণ ভালো।
-বুখারি, ১৪৮০; মুসলিম, ১০৪২; নাসাঈ, ২৫৮৯; আহমাদ, ৭৩১৭
এ হাদীসে আমাদের জন্য বিশেষ কোনো বার্তা আছে কি? নিশ্চয় আছে। জীবিকা উপার্জনের বেলায় নাক উঁচু করলে চলবে না। প্রশ্ন করা যাবে না। কাজটা যদি হালাল হয়, তাহলে আর বসে থাকার সুযোগ নেই। মনে রাখবেন, অলস মানুষের মন শয়তানের আখড়া। বেকারদের আত্মহত্যার প্রবণতা বেশি কেন, ভেবে দেখেছেন কখনো? শয়তানের আনাগোনা বেশি বলে।
বই: ইনকাম অ্যান্ড মাইন্ডসেট
লেখক: মাওলানা সালেহ আজাদী
প্রকাশক: সত্যায়ন প্রকাশন
#ishmumsbookcut
তোমাদের কেউ সকালবেলা তার দড়িটা নিয়ে বেরিয়ে পড়ে, জীবিকার খোঁজে। তারপর কাঠ কেটে পিঠে বয়ে এনে বিক্রি করে বাজারে। এভাবে যতটুকু আয়-রোজগার হয়, তাতে সে নিজের প্রয়োজন মেটায়-নিজের পায়ে বাঁচে। আবার অপরকে কিছু দানও করে। শুনে রাখো, তার এই কাঠ কুড়ানোর কাজটি কারও কাছে হাত পাতার চেয়ে হাজারগুণ ভালো।
-বুখারি, ১৪৮০; মুসলিম, ১০৪২; নাসাঈ, ২৫৮৯; আহমাদ, ৭৩১৭
এ হাদীসে আমাদের জন্য বিশেষ কোনো বার্তা আছে কি? নিশ্চয় আছে। জীবিকা উপার্জনের বেলায় নাক উঁচু করলে চলবে না। প্রশ্ন করা যাবে না। কাজটা যদি হালাল হয়, তাহলে আর বসে থাকার সুযোগ নেই। মনে রাখবেন, অলস মানুষের মন শয়তানের আখড়া। বেকারদের আত্মহত্যার প্রবণতা বেশি কেন, ভেবে দেখেছেন কখনো? শয়তানের আনাগোনা বেশি বলে।
বই: ইনকাম অ্যান্ড মাইন্ডসেট
লেখক: মাওলানা সালেহ আজাদী
প্রকাশক: সত্যায়ন প্রকাশন
#ishmumsbookcut