2 months Translate
Translation is not possible.

আবদুল্লাহ ইবনু মাসউদ রদিয়াল্লাহু আনহু বলেন:

বান্দা যখন দুটো কাজে মনোযোগী হয়-ব্যবসা অথবা নেতৃত্ব-তখন পয়লা পয়লা তার জন্য বিষয়গুলো সহজ করা হয়। এরপর আল্লাহ ওই বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন।

ফেরেশতাদের ডেকে বলেন,

-আমার এই বান্দা থেকে এগুলো সরিয়ে নাও। আমি যদি তার জন্য এগুলো সহজ করে দিই, বিনিময়ে তাকে জাহান্নামে ঢোকাব।

আদেশ পেয়ে ফেরেশতারা ওগুলো সরিয়ে নেন। ফলে-ব্যবসা তার জন্য কঠিন পড়ে। নেতৃত্বের জায়গা নড়বড়ে হয়ে যায়। কিন্তু বান্দা তো অবুঝ! আল্লাহর রহমতের দৃষ্টি তার ভালো লাগে না। নেতৃত্ব বা ব্যবসা ছুটে যাওয়ায় সে মুখ হাঁড়ি করে আর ভাগ্যকে দুষতে থাকে।

ইবনুল জাওযি, সিফাতুস সফওয়া, ২/১৬৩।

বই: ইনকাম অ্যান্ড মাইন্ডসেট

লেখক: মাওলানা Saleh Azadi

প্রকাশক: সত্যায়ন প্রকাশন

#ishmumsbookcut

Send as a message
Share on my page
Share in the group