মানুষের পায়ে ধরেও যদি বোঝানো সম্ভব হতো, তাহলে বোঝাতাম, দুনিয়াতে কেউ কারও আপন নয়। এমনকি আমাদের মা-বাবাও নন, আদরের সন্তানও নন, প্রিয়তমা স্ত্রীও নন।
তাদের ভালোবাসা, আবেগ-অনুভূতির সবটুকুই অস্থায়ী। এমনকি স্বার্থে টান লাগলে তারাও অনেকসময় ভুলে যাবেন আপনাকে। যদি তারা আপন হতেন, তাহলে কেয়ামতের বিপদের দিনে আপনার একটি নেকির কমতির সময় আপনাকে তারা ভুলে যেতেন না। সেটাই তো আসল বিপদ! অথচ আল্লাহ স্পষ্টই বলে দিয়েছেন, সেসময় আমাদের আপনজনরাই আমাদের ভুলে যাবেন, আমাদের থেকে পলায়ন করবেন।
দুনিয়ার সবকিছু আমাদের আপন, এই ধোঁকাই তো আমাদের জীবন শেষ করে দিল!
লিখাটা আমার নয়
মানুষের পায়ে ধরেও যদি বোঝানো সম্ভব হতো, তাহলে বোঝাতাম, দুনিয়াতে কেউ কারও আপন নয়। এমনকি আমাদের মা-বাবাও নন, আদরের সন্তানও নন, প্রিয়তমা স্ত্রীও নন।
তাদের ভালোবাসা, আবেগ-অনুভূতির সবটুকুই অস্থায়ী। এমনকি স্বার্থে টান লাগলে তারাও অনেকসময় ভুলে যাবেন আপনাকে। যদি তারা আপন হতেন, তাহলে কেয়ামতের বিপদের দিনে আপনার একটি নেকির কমতির সময় আপনাকে তারা ভুলে যেতেন না। সেটাই তো আসল বিপদ! অথচ আল্লাহ স্পষ্টই বলে দিয়েছেন, সেসময় আমাদের আপনজনরাই আমাদের ভুলে যাবেন, আমাদের থেকে পলায়ন করবেন।
দুনিয়ার সবকিছু আমাদের আপন, এই ধোঁকাই তো আমাদের জীবন শেষ করে দিল!
লিখাটা আমার নয়