১. আবু জাহেল মরার আগে কাবার গিলাফ আঁকড়ে ধরে বলেছিল \'\'হে আল্লাহ আজ হকের বিজয় দিও আর বাতিলকে ধ্বংস করো।\'\' কিন্তু সে কি আর জানতো যে, সে নিজের মুখেই নিজের ধ্বংসের দুয়া করছিল। জালেমদের পরিণতি কতইনা নিকৃষ্ট।
- উস্তাদ মামুনুর রশীদ -
২. মূসা তো কওম নিয়ে চলেই যাচ্ছিলো সাগর পার হয়ে। ফিরআউনের উচিত ছিলো সেখানেই ক্ষান্ত দেওয়া।
কিন্তু সে সাগরে পর্যন্ত নামছে।
.
কোথায় থেমে যাওয়া উচিত এটা আসলে জালিমরা বুঝেনা। পরে আল্লাহ্ বুঝায়।
- মাহদী ফয়সাল -
১. আবু জাহেল মরার আগে কাবার গিলাফ আঁকড়ে ধরে বলেছিল \'\'হে আল্লাহ আজ হকের বিজয় দিও আর বাতিলকে ধ্বংস করো।\'\' কিন্তু সে কি আর জানতো যে, সে নিজের মুখেই নিজের ধ্বংসের দুয়া করছিল। জালেমদের পরিণতি কতইনা নিকৃষ্ট।
- উস্তাদ মামুনুর রশীদ -
২. মূসা তো কওম নিয়ে চলেই যাচ্ছিলো সাগর পার হয়ে। ফিরআউনের উচিত ছিলো সেখানেই ক্ষান্ত দেওয়া।
কিন্তু সে সাগরে পর্যন্ত নামছে।
.
কোথায় থেমে যাওয়া উচিত এটা আসলে জালিমরা বুঝেনা। পরে আল্লাহ্ বুঝায়।
- মাহদী ফয়সাল -