স্মৃতিস্তম্ভের পায়তলে আজ তাজা রক্তের দাগ,
উড়ালপুলের ওপর থেকে নামল মৃত্যুর ডাক।
সিয়াম নামের স্বপ্নগুলো নিমিষেই হলো ছাই,
মায়ের কোলে ফিরল না সে, রাজপথে পেল ঠাঁই।
তোমাদের ওই ক্ষমতার দম্ভে জীবন যায় লুটি,
রাজনীতির এই দাবাখেলায় আমরা হলাম ঘুঁটি।
কার ইশারায়, কার স্বার্থে ঝরছে এমন প্রাণ?
গদির মোহে অন্ধ তোমরা, বধির তোমাদের কান।
সিংহাসন কি খুব জরুরি? রক্তের চেয়েও দামি?
বিচারহীন এই অরাজকতায় আর কতকাল থামি?
লাশের ওপর সিঁড়ি গড়ে ওপরে ওঠার নেশা,
এই শহরেই মানুষ মারা এখন নতুন পেশা।
মগবাজারের পিচঢালা পথ দিচ্ছে অভিশাপ,
ক্ষমতার এই নগ্ন খেলায় বাড়ছে কেবল পাপ।
বিচার চাই, জবাব চাই—অকালে কেন মরল ভাই?
Syed Mucksit Ahmed
স্মৃতিস্তম্ভের পায়তলে আজ তাজা রক্তের দাগ,
উড়ালপুলের ওপর থেকে নামল মৃত্যুর ডাক।
সিয়াম নামের স্বপ্নগুলো নিমিষেই হলো ছাই,
মায়ের কোলে ফিরল না সে, রাজপথে পেল ঠাঁই।
তোমাদের ওই ক্ষমতার দম্ভে জীবন যায় লুটি,
রাজনীতির এই দাবাখেলায় আমরা হলাম ঘুঁটি।
কার ইশারায়, কার স্বার্থে ঝরছে এমন প্রাণ?
গদির মোহে অন্ধ তোমরা, বধির তোমাদের কান।
সিংহাসন কি খুব জরুরি? রক্তের চেয়েও দামি?
বিচারহীন এই অরাজকতায় আর কতকাল থামি?
লাশের ওপর সিঁড়ি গড়ে ওপরে ওঠার নেশা,
এই শহরেই মানুষ মারা এখন নতুন পেশা।
মগবাজারের পিচঢালা পথ দিচ্ছে অভিশাপ,
ক্ষমতার এই নগ্ন খেলায় বাড়ছে কেবল পাপ।
বিচার চাই, জবাব চাই—অকালে কেন মরল ভাই?
Syed Mucksit Ahmed