আফগানিস্তানের সেই ব্ল্যাকহক হেলিকপ্টারগুলো, যেগুলো আমেরিকান পাপেট সরকার আশরাফ ঘানীর সেনাবাহিনী উজবেকিস্তানে নিয়ে গিয়েছিল; আমেরিকা সেগুলো পেরুকে দিয়ে দিয়েছে।
‘SA Defensa’-এর প্রতিবেদনের মতে, আমেরিকা আফগান বিমানবাহিনীর অধীনে থাকা ব্ল্যাকহক (UH-60A+) হেলিকপ্টারগুলো—যেগুলো ২০২১ সালে তালেবানদের ক্ষমতা গ্রহণের পর উজবেকিস্তানে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল—এখন পেরু রাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে।
আমেরিকা গত বছরও ৯টি ব্ল্যাকহক হেলিকপ্টার পেরুকে দিয়েছিল এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৭টি হেলিকপ্টার আবার আমেরিকায় স্থানান্তর করা হয়েছে।
ইমারতে ইসলামি একাধিকবার জোর দিয়ে বলেছে যে, এসব বিমান ও হেলিকপ্টার আফগানিস্তানের জাতীয় সম্পদ এবং সেগুলো আফগানিস্তানে ফেরত দেওয়া উচিত। তবে উজবেকিস্তান এসব সরঞ্জামকে আমেরিকার মালিকানা বলে উল্লেখ করে কাবুলের কাছে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
#halal_news_tv #daily_halal_news_tv
আফগানিস্তানের সেই ব্ল্যাকহক হেলিকপ্টারগুলো, যেগুলো আমেরিকান পাপেট সরকার আশরাফ ঘানীর সেনাবাহিনী উজবেকিস্তানে নিয়ে গিয়েছিল; আমেরিকা সেগুলো পেরুকে দিয়ে দিয়েছে।
‘SA Defensa’-এর প্রতিবেদনের মতে, আমেরিকা আফগান বিমানবাহিনীর অধীনে থাকা ব্ল্যাকহক (UH-60A+) হেলিকপ্টারগুলো—যেগুলো ২০২১ সালে তালেবানদের ক্ষমতা গ্রহণের পর উজবেকিস্তানে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল—এখন পেরু রাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে।
আমেরিকা গত বছরও ৯টি ব্ল্যাকহক হেলিকপ্টার পেরুকে দিয়েছিল এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৭টি হেলিকপ্টার আবার আমেরিকায় স্থানান্তর করা হয়েছে।
ইমারতে ইসলামি একাধিকবার জোর দিয়ে বলেছে যে, এসব বিমান ও হেলিকপ্টার আফগানিস্তানের জাতীয় সম্পদ এবং সেগুলো আফগানিস্তানে ফেরত দেওয়া উচিত। তবে উজবেকিস্তান এসব সরঞ্জামকে আমেরিকার মালিকানা বলে উল্লেখ করে কাবুলের কাছে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।