Translation is not possible.
ফিলিস্তিনে ভারতীয় ইহুদিদের বসতি তৈরি করে দেবে ইসরাইল
ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের উত্তরে গালিল এলাকায় ভারতের অন্তত ৫,৮০০-এর বেশি ইহুদিকে এনে ঘরবাড়ি তৈরি করে দেয়ার পরিকল্পনা অনুমোদন করেছে।
বিষয়টি নিশ্চিত করেছে বৈশ্বিকভাবে জায়োনিজম প্রচারকারী সংস্থা দ্য জিউইশ এজেন্সি ফর ইসরায়েল।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মিজোরাম ও মণিপুরের বেনি মেনাশে সম্প্রদায়ের সদস্যদের ধাপে ধাপে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে।
এই প্রস্তাবটি ইসরায়েলের অভিবাসন ও সমন্বয়মন্ত্রী ওফির সোফের মন্ত্রিসভায় উত্থাপন করেন।
বেনি মেনাশে সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের প্রাচীন ইহুদি বংশোদ্ভূত বলে দাবি করে আসছে। এর আগে ছোট পরিসরে তাদের কিছু সদস্যকে ইসরায়েলে নেওয়া হলেও এবার প্রথমবারের মতো এত বড় সংখ্যক মানুষকে এক অঞ্চলে পুনর্বাসনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হলো।
গালিল অঞ্চলে ইহুদি জনসংখ্যার ঘনত্ব বাড়ানো ইসরায়েলের দীর্ঘমেয়াদি নীতির অংশ, যা দখলকৃত এলাকায় নতুন বসতি সম্প্রসারণের সমালোচনার সঙ্গে সম্পর্কিত।
image
Send as a message
Share on my page
Share in the group