Translation is not possible.
প্রাক্তন মোসাদ কর্মকর্তার অভিযোগ: “গাজার যুদ্ধবিরতি ভাঙতে ইসরায়েল সাজানো হামলার পরিকল্পনা করছে”।
প্রাক্তন মোসাদ কর্মকর্তা আভনার আভ্রাহাম এক সাক্ষাৎকারে দাবি করেন,
ইসরায়েল গাজার যুদ্ধবিরতি নস্যাৎ করতে ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার পরিকল্পনা করছে।
তার মতে, ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো জাতিগত নিধন, কোনো শান্তিচুক্তি নয়।
আভ্রাহাম পূর্বে ইসরায়েলি সেনাবাহিনীর ‘নাহাল’ ব্রিগেডে কর্মরত ছিল এবং যুক্তরাষ্ট্রে দুটি পুরস্কার পেয়েছে। পুরো সাক্ষাৎকারটি ইউটিউবে সেন্সরবিহীনভাবে দেখা যাচ্ছে।
Send as a message
Share on my page
Share in the group