Translation is not possible.
গাজা গামী সুমুদ ফ্লোটিলাকে পাহারা দিচ্ছে তুরস্কের নৌবাহিনীর দুইটি ফ্রিগেট যুদ্ধ জাহাজ।
ওই ত্রাণ বহরের একটি জাহাজ থেকে একজন তুর্কি নাগরিক ভিডিওটিতে বলছেন যে আজ সকাল থেকে এই যুদ্ধ জাহাজ দুটি ফ্লোটিলার সব জাহাজের সাথে যোগাযোগ করে তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছে। কোন সমস্যা আছে কি না কোন কিছুর প্রয়োজন আছে কি না জানতে চেয়েছে। এবং তাদের যে কোন প্রয়োজনে পাশে আছে বলে অভয় দিয়েছে।
এই ফ্লটিলা নৌ বহর আগামী কাল রাত নাগাদ গাজা উপকূলে পৌছার কথা। এখন ৫৭০ কিলোমিটার (৩০৭ নটিক্যাল মেইল) দূরে আছে।
ওদিকে তুরস্কের আকিঞ্জি ড্রোন সার্বক্ষণিক ওই অঞ্চলে উড়ছে।
আজ সকালে এই ফ্লটিলার একটা জাহাজে ইঞ্জিন নষ্ট হলে তুরস্কের সেনাবাহিনী, তুরকিশ রেড ক্রিসেন্ট এবং তুরস্কের একটা বাণিজ্যিক জাহাজ তাদের সাহায্য করে।
3 views
Send as a message
Share on my page
Share in the group