2 months Translate
Translation is not possible.

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অন্ধকার রাতের মতো ফেতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফের হয়ে যাবে। বিকালে মুমিন থাকলে সকালে কাফের হয়ে যাবে। (মানুষ) দুনিয়ার তুচ্ছ সামগ্রীর বিনিময়ে তার দীন বিক্রি করে ফেলবে।

(‘সহিহ মুসলিম- ১১৮)

এই হাদিসে যে ফেতনার দিকে ইঙ্গিত করা হয়েছে তা হলো ইরতিদাদের ফেতনা।

#ইরতিদাদ মানে হলো কারো দীনে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। যখন-তখন মানুষের কাফের হয়ে যাওয়ার দ্বারা এখানে আধিক্য বুঝানো হয়েছে।

যেদিন আমি হাদিসটি প্রথম শুনি, সেদিন থেকেই এর বাস্তবতা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এটা কীভাবে সম্ভব হতে পারে- এই ভাবনা আমাকে আহত করত। বর্তমান পাশ্চাত্য সভ্যতার বাস্তবতা আমার সামনে হাদিসের বাস্তবতা স্পষ্ট করে দিয়েছে। মাওলানা আবুল হাসান আলি নদবি রহিমাহুল্লাহ যখন পাশ্চাত্য সভ্যতাকে শতাব্দীর বৃহত্তর এবং ভয়াবহ ইরতিদাদি ফেতনা হিসেবে আখ্যায়িত করেছেন, তখন বিষয়টি বুঝা আমার জন্য আরও সহজ হয়ে যায়।

ইতিহাসের প্রথম #ইরতিদাদের ফেতনার সময়ে উম্মতের আবু বকরের ভূমিকা কী ছিল তা আমরা জানি। এই ইরতিদাদকে তিনি শক্ত হাতে দমন করেছিলেন কিতালের মাধ্যমে।

বই : হিউম্যান বিয়িং - শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব

লেখক: Iftekhar Sifat

নাশাত পাবলিকেশন

#ishmumsbookcut

Send as a message
Share on my page
Share in the group