শারদীয় দুর্গাপূজার সময় দশমী তিথিতে শারদোৎসব নামে একটি নৃত্যগীত বহুল উৎসবের প্রচলনও তখন ছিল।
ডঃ নীহার রঞ্জন রায় তাঁর \'বাঙ্গালীর ইতিহাস\' গ্রন্থে এ কথা উল্লেখ করেছেন এ উৎসবের সময় গ্রামে নগরে নারী পুরুষ সামান্য গাছের পাতার পোশাক পরিধান করে কোনো রকমে লজ্জা নিবারণের ছলনায় সারা গায়ে কাদা মেখে নানা রকম যৌন ক্রিয়াগত অঙ্গভঙ্গী সহকারে এবং কুৎসিত ভাষায় অশ্লীল যৌন বিষয়ক গান গেয়ে গেয়ে উন্মত্তের মতো নৃত্য করতো। বৃহদ্ধর্ম পুরাণে কতিপয় অশ্লীল শব্দ উল্লেখ করে আশ্বিন মাসে মহাপূজার দিনে তা উচ্চারণ করতে বলা হয়েছে। এর স্বপক্ষে এ পুরাণে যে যুক্তি দেয়া হয়েছে, শ্লীলতা বজায় রেখে তা উল্লেখ করা সম্ভব নয়।
বই: বাংলাদেশে ইসলাম
আবদুল মান্নান তালিব
#ishmumsbookcut
শারদীয় দুর্গাপূজার সময় দশমী তিথিতে শারদোৎসব নামে একটি নৃত্যগীত বহুল উৎসবের প্রচলনও তখন ছিল।
ডঃ নীহার রঞ্জন রায় তাঁর \'বাঙ্গালীর ইতিহাস\' গ্রন্থে এ কথা উল্লেখ করেছেন এ উৎসবের সময় গ্রামে নগরে নারী পুরুষ সামান্য গাছের পাতার পোশাক পরিধান করে কোনো রকমে লজ্জা নিবারণের ছলনায় সারা গায়ে কাদা মেখে নানা রকম যৌন ক্রিয়াগত অঙ্গভঙ্গী সহকারে এবং কুৎসিত ভাষায় অশ্লীল যৌন বিষয়ক গান গেয়ে গেয়ে উন্মত্তের মতো নৃত্য করতো। বৃহদ্ধর্ম পুরাণে কতিপয় অশ্লীল শব্দ উল্লেখ করে আশ্বিন মাসে মহাপূজার দিনে তা উচ্চারণ করতে বলা হয়েছে। এর স্বপক্ষে এ পুরাণে যে যুক্তি দেয়া হয়েছে, শ্লীলতা বজায় রেখে তা উল্লেখ করা সম্ভব নয়।
বই: বাংলাদেশে ইসলাম
আবদুল মান্নান তালিব
#ishmumsbookcut