1 month Translate
Translation is not possible.

খাইরুল কুরুনের শ্রেষ্ঠত্বের বিষয়টি সামগ্রিকতার বিচারে হাদীস, আছার ও ইতিহাসের আলোকে প্রমাণিত। তবে সে সময়ও মুনাফিক, ফুজ্জার এবং দ্বীনবিমুখ মানুষের উপস্থিতি ছিল। যাদের সংখ্যা নেককারদের তুলনায় ছিল নগণ্য। তবে খাইরুল কুরুনের শেষ দিকে মুসলিম উম্মাহর সামগ্রিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। হাফেজ ইবনু হাজার রহ. লেখেন, 'এ সময় ব্যাপকভাবে বিদআত প্রকাশ পেতে শুরু করে। একদিকে মুতাযিলারা কথা বলতে শুরু করে। অপরদিকে দার্শনিকরা মাথাচাড়া দিয়ে ওঠে। আহলে ইলমদের ওপর 'কুরআনের নশ্বরতা'র পক্ষে বক্তব্য দিতে নির্যাতন চলতে থাকে। পরিস্থিতি সম্পূর্ণরূপে বিগড়ে যায়।

বই: সালাফের জীবন থেকে - ০১

লেখক: মাওলানা ইমরান রাইহান

উমেদ প্রকাশ Umed Prokash

#ishmumsbookcut

Send as a message
Share on my page
Share in the group