1 Bulan Menterjemah
Terjemahan tidak mungkin.

নবীজীর যুগ থেকে নিয়ে ৪০০ হিজরী পর্যন্ত সময়টাকে বলা হয় হাদীসশাস্ত্রের সোনালি যুগ। প্রথম শতাব্দীতে মৌলিকভাবে হাদীসের দরসের সংখ্যা ছিল অগণিত। মক্কা, মদীনা, কুফা, বসরা ও বাগদাদ ছিল ইলমে হাদীসের প্রাণকেন্দ্র। প্রতিটি মসজিদ ও মহল্লায় মুহাদ্দিসদের দরসের হালাকা বসত। বিশেষ করে কুফায় আবদুল্লাহ ইবনু মাসউদ রাযিয়াল্লাহু আনহুর ছাত্রদের মজলিস ছিল জমজমাট। শত শত মানুষ সেখানে নবীজীর হাদীস শুনতেন এবং মুখস্থ করতেন। কেউ কেউ খাতায় লিখে রাখতেন। অর্থাৎ, অনানুষ্ঠানিকভাবে, ব্যক্তিগত পরিসরে সংকলনের কাজ চলতে থাকে।

বই: সালাফের জীবন থেকে - ০১

লেখক: মাওলানা ইমরান রাইহান

উমেদ প্রকাশ Umed Prokash

#ishmumsbookcut

Hantar sebagai mesej
Kongsi di halaman saya
Kongsi dalam kumpulan