1 month Translate
Табасаранан алхьа кха дац.

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহী ইজতিহাদের কোনো প্রয়োজন ছিল না। যেকোনো সমস্যায় সরাসরি নবীজী মাসআলা বলে দিতেন। যেটুকু ইজতিহাদের ইতিহাস পাওয়া যায়, তাও বিভিন্ন সফরের ঘটনা। পরে সাহাবীগণ নবীজীকে জিজ্ঞাসা করে সঠিক সমাধান জেনে নিতেন।

সাহাবীদের যুগে যখন মুসলিম সাম্রাজ্যের পরিধি বাড়তে থাকে, তখন বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি সামনে আসতে থাকে। এর ফলে ইজতিহাদের প্রয়োজন দেখা দেয়। কুরআনের আয়াত ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের আলোকে তাঁরা ইজতিহাদ করতে থাকেন। প্রথমে তাঁরা কুরআনের আয়াতে সমাধান খুঁজতেন। এরপর হাদীসে অনুসন্ধান করতেন। এই দুই মারহালা পেরিয়ে কুরআন ও হাদীসের আলোকে মাসআলা উদ্ঘাটন করতেন। তাঁদের এই কর্মপন্থা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় স্বীকৃতি দিয়ে যান। যার বিবরণ মুয়াজ ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠানোর হাদীসে পাওয়া যায়।

বই: সালাফের জীবন থেকে - ০১

লেখক: মাওলানা ইমরান রাইহান

উমেদ প্রকাশ Umed Prokash

#ishmumsbookcut

Send as a message
Share on my page
Share in the group