সহিহ মুসলিম, হাদিস নম্বর: ৭০৩৯ (বাংলা অনুবাদ অনুযায়ী)
(ইমাম মুসলিম-এর সংকলনে বই: স্বপ্ন বিষয়ে)
আরবি:
عن أبي قتادة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الرؤيا الصالحة من الله، والحلم من الشيطان، فإذا رأى أحدكم ما يكره، فلينفث عن يساره ثلاثا، وليتعوذ بالله من شرها، فإنها لا تضره.
বাংলা অনুবাদ:
আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। যখন তোমাদের কেউ এমন কোনো স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে, সে যেন তিনবার তার বাম দিকে থুথু ফেলে এবং আল্লাহর কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চায়—তাহলে এই স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না।"
উপকার:
এটি আমাদের শেখায় যে দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখলে আতঙ্কিত না হয়ে কীভাবে তা থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়।
সহিহ মুসলিম, হাদিস নম্বর: ৭০৩৯ (বাংলা অনুবাদ অনুযায়ী)
(ইমাম মুসলিম-এর সংকলনে বই: স্বপ্ন বিষয়ে)
আরবি:
عن أبي قتادة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الرؤيا الصالحة من الله، والحلم من الشيطان، فإذا رأى أحدكم ما يكره، فلينفث عن يساره ثلاثا، وليتعوذ بالله من شرها، فإنها لا تضره.
বাংলা অনুবাদ:
আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। যখন তোমাদের কেউ এমন কোনো স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে, সে যেন তিনবার তার বাম দিকে থুথু ফেলে এবং আল্লাহর কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চায়—তাহলে এই স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না।"
উপকার:
এটি আমাদের শেখায় যে দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখলে আতঙ্কিত না হয়ে কীভাবে তা থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়।