Translation is not possible.
আলহামদুলিল্লাহ! নিচে আয়াতুল কুরসির (সূরা বাকারা: আয়াত ২৫৫) বাংলা অনুবাদ দেওয়া হলো:
---
🕋 আয়াতুল কুরসি (آية الكرسي)
🔊 আরবি পাঠ:
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ
لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ
لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ
مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ
وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ
وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ
وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
---
🕋 আয়াতুল কুরসি
(সূরা আল-বাকারা: আয়াত ২৫৫)
বাংলা উচ্চারণসহ
-
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম।
লা তাখুযুহু সিনাতুঁ ওয়ালা নাউম।
লাহু মা ফিস্‌ সামাওয়াতি ওয়া মা ফিল্‌ আরদ।
মান্‌ যাল্‌লাজি ইয়াশ্‌ফাউ ‘ইন্দাহু ইল্লা বিইযনিহ।
ইআ’লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম।
ওলা ইউহীতূনা বি-শাই’ইম্‌ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা’আ।
ওসিআ কুরসিইউহুস্‌ সামাওয়াতি ওয়াল আরদ।
ওলা ইয়উদুহু হিফযুহুমা।
ও হুয়াল আলিইয়্যুল আজিম।
📘 বাংলা অনুবাদ:
“আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও সংরক্ষক।
তাঁকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না।
আসমান ও যমীনে যা কিছু আছে সবই তাঁর।
কে এমন আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করতে পারে?
তিনি জানেন যা কিছু তাদের সামনে এবং যা কিছু তাদের পেছনে।
আর তাঁর জ্ঞানের কিছু অংশও তারা আয়ত্ত করতে পারে না, তবে তিনি যতটুকু চান।
তাঁর কুরসি আসমান ও যমীন জুড়ে রয়েছে।
আর এই দু’টির হেফাজত করা তাঁর জন্য কঠিন নয়।
তিনি সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ।”
📖 (সূরা আল-বাকারা, আয়াত: ২৫৫)
---
✅ ফজিলত:
আয়াতুল কুরসি পড়লে শয়তান ধারে-কাছে আসতে পারে না, রাত্রে ঘুমানোর আগে পড়লে সারারাত আল্লাহর হেফাজতে থাকা যায়।
Send as a message
Share on my page
Share in the group