Translation is not possible.
দাজ্জালের ইসরায়েল! পাশে আঞ্চলিক ইসরাইল! আমাদের লড়াইটা যে কত কঠিন ওয়াল্লাহি তা আমাদের কল্পনাতেও নেই!
সম্পূর্ণ পরিকল্পিত যুদ্ধবিরতি পরিস্থিতিতে ১৭ রামাদান বদর দিবসে আমাদের পরাজয়ের স্বাদ আস্বাদন করাতে চায় হিংস্র হায়েনার দল!
কিন্ত ওয়াল্লাহি একদিন এক একটা মৃতদেহ থেকে আমরা ফিনিক্স পাখির মত নতুন জীবন নিয়ে ফিরব ইনশাআল্লাহ!
আমরা নিভে যাওয়া ছাই থেকে আবারও জ্বলে উঠব ইনশাআল্লাহ!
আমরা ভুলের মাঝে আছি!
এটা আব্রাহার হস্তিবাহীনি নয়, যে ঝাক ঝাক আবাবীল এসে তাদের থেতলে দেবে! বরং এটা দাজ্জালের যায়ন বাহিনী যার বিরুদ্ধে পাথর আমাকে আপনাকেই ছুড়তে হবে। আসমান থেকে ত্বইরন আবাবিল নামবে না!
কিসের সাওম! কিসের তাক্বওয়া? কিসের আনন্দ কিসের ঈদ? আমরা যদি অন্তত মানুষ হয়ে থাকি তবুও আজ আমাদের মুখের হাসি উবে যাবে!
আর মুসলিম শব্দের ওজন তো আসমান সমান!
প্রতিবাদ দরকার।
মিছিল দরকার।
বিক্ষোভ দরকার।
ব্যাপক সচেতনতা সেমিনার দরকার।
মানবতার ধ্বজাধারীদের দুতাবাস ঘেরাও দরকার।
দেশ জাতি ও ঘুমন্ত বিশ্বকে জাগিয়ে তোলা দরকার!
অন্তত এতটুকু করা দরকার যেন ঘুমন্ত ও অদুরদর্শী মানুষগুলো কোন কল্পিত আবু তালেবের আশায় বুক বেধে প্রকৃত আবু জাহেলে পরিণত না হয়! যেন ইস্যুর পর ইস্যু নিয়ে ইস্যুবাদ একুরিয়াম ফিশ ব্রেইনগুলো
শেকড় চিনতে শেখে! খিদিরের মত বুঝতে শেখে!
আলাইহিস সালাম।
Send as a message
Share on my page
Share in the group