Translation is not possible.

I have destroyed myself. আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি...

.

কখন বুঝবেন আপনি ধ্বংস হয়ে গিয়েছেন বা ধ্বংসের পথে চলছেন?

.

যখন আপনি একটি গুনাহের কাজ করেছেন, কিন্তু গুনাহটি করতে গিয়ে অথবা গুনাহের কাজটি করার আগে বা পরে একবারের জন্যও তা আপনার অন্তরকে নাড়া দেয়নি। মনে হয়নি যে, \"আহারে, আমি তো গুনাহের কাজ করেছি।\"

.

এক কথায়, গুনাহকে যখন আর গুনাহ মনে হয় না। গুনাহের পর আর যখন অনুতপ্ততা আসে না, কিছুই অনুভব হয় না। ধরে নেবেন, আপনি ধ্বংসের পথে আছেন। অথবা কে জানে, হয়তো ধ্বংসই হয়ে গেছেন।

.

এর শুরুটা হয় ছোট ছোট বিষয়ে ছাড় দিতে দিতে। আরেকটি কারণ হলো, একই গুনাহ বারবার করতে থাকা। বারবার করতে থাকলে, একসময় তা আর গুনাহই মনে হয় না। এটাই হল পথভ্রষ্টতার চূড়ান্ত রূপ।

.

যখন গুনাহকে আর গুনাহ মনে হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও প্রয়োজন মনে হবে না।

তখন আপনি আসলেই ধ্বংস...

#reminder

image
Send as a message
Share on my page
Share in the group