Translation is not possible.

সেদিন কোন এক উল্লসিত ভোরে

জীবনের উচ্চাভিলাষ যখন গগনচুম্বী হয়েছে।

স্বৈরাচারীর মতো জেগেছে জীবনভোগের তীব্র উচ্ছ্বাস।

তখনই আবিষ্কার করলাম,

দুয়ারে দাঁড়িয়ে কোন এক অচেনা অতিথি।

বর্ণনাতীত, ব্যবহারযোগ্য ভাষাতীত তার বিশদ বিবরণী।

হুট করেই যেন উত্তেজনায় বাঁধ সাধলো।

আমি তখন জীবনের হিসাবে বসলাম।

প্রাপ্তি-অপ্রাপ্তির ছক কষলাম।

না, কাগজেকলমে নয়

এ হিসাবের কোন নথিভুক্তি নেই।

আছে কেবলই আত্মশুদ্ধির আত্মস্থকরণ।

উচ্চ পাওয়ার এর চশমায় তখন জীবনটা ঝাপসা হয়ে এলো।

দীর্ঘ ভেবে আসা জীবনটা ক্ষণিকেই মেকি হয়ে গেলো।

মরুভূমির মরিচীকার মতো আশাজনক এ জীবন।

যেন এক জলে ভাসা পদ্ম।

দেখলাম আমি কতটা অথর্ব, ভাবলেশহীন।

এখন আত্মসমর্পণ ছাড়া সবই যে ক্ষমতার অতীত।

তারপর

ধীরেধীরে নিস্তেজ হয়ে গেলাম,

নিজেকে অচেনা অতিথির দারস্থ করলাম।

দূর থেকে কোন এক এক অশিথীপর বৃদ্ধকন্ঠে ভেসে আসছে,

\"কুল্লু নাফসিন যাই্কতুল মাউত\"।

অতঃপর

আমিও সাদরে গ্রহণ করলাম অপ্রিয় চিরসত্যকে।

Send as a message
Share on my page
Share in the group