Translation is not possible.

আজ ১৪ ই আগষ্ট ২০২৪ ইং রোজ বুধবার। আজ একটি স্মরণীয় দিন‌।‌ আজ মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ.) এর প্রথম শাহাদাত বার্ষিকী। গতবছর তিনি এই তারিখ দিবাগত রাত ৮ঃ৪০ মিনিট এই দুনিয়ায় সফর সমাপ্তি করে আখিরাতের পথে পাড়ি জমান।

نَوَّرَ اللّٰهُ مَرْقَدَهُ وَجَعَلَ الْجَنَّةَ مَثْوَاهُ.

আল্লাহ তায়ালা হযরত কে জান্নাতুল ফিরদাউস দান করুক। আল্লাহুম্মা আমীন।

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহ. ১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার সাঈদখালী গ্ৰামে জন্মগ্ৰহন করেন। তার পিতার নাম ইউসুফ সাঈদী।

তিনি ছিলেন বাংলাদেশ জামায়া\'ত ইসলামীর সাবেক নায়েবে আমীর এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য।

তিনি বিশ্বের প্রায় ৫০ টিরও বেশি দেশে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তিনি তার জীবনে তাফসীরসহ ছোট বড় অনেকগুলো কিতাব লিখেছেন।

তিনি ছিলেন বাংলাদেশের সর্বাধিক সর্বগ্ৰহনযোগ্য দলমত নির্বিশেষে সকলের হৃদয়ের স্পন্দন ব্যক্তিত্ব। কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার কারনে রাজনৈতিক প্রতিহিংসায় জালেম সরকার সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু তিনি দীর্ঘ ১৩ বছর কারাজীবন পার করে ২০২৩ সালের ১৪ ই আগষ্ট দুনিয়ার সফর সমাপ্তি করেন।

আজ মহান ব্যক্তিত্ব আল্লাহর ওলী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহ. এর প্রথম শাহাদাত বার্ষিকী। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক।

সংক্ষিপ্ত লিখলাম।

image
Send as a message
Share on my page
Share in the group