Translation is not possible.

Mohammed Tawsif Salam

যে লোকটা আপনার বাসায় গরুর দুধ পৌঁছে দেয়, হঠাৎ যখন ভিডিও বের হয় যে সে তার খামারে কুকুরের দুধ দোয়াচ্ছে, তখন আপনি তার থেকে দুধ কেনা বন্ধ করবেন এটা আপনার নূন্যতম করণীয়। তার নামে মামলা দিবেন নাকি হামলা দিবেন, সেসব পরের আলাপ।

দেশি কম্পানি ব্র‍্যাক, প্রাণ-আরএফএল, আর বিদেশির মধ্যে ইজ**ইল, ফ্রান্স, ইন্ডিয়ার যেকোন প্রডাক্ট, নূন্যতম গাইরতওয়ালা একজন মুসলিমের এগুলো বয়কট করার জন্য যা যা প্রমাণাদি দরকার, তা প্রকাশ পেয়েছে অনেক আগেই।

প্রকাশ এমনি এমনি পায়নি। আল্লাহ তা'আলা ইচ্ছা করেছেন তাই পেয়েছে। "এবং তাঁর ইচ্ছা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না"। (সূরা আল-বাক্বারাহ, আয়াত ২৫৫)

কোন মুসলিম জেনে শুনেও যখন আল্লাহ তা'আলারই দেয়া রিজিক থেকে এদের পিছনে খরচ করতে থাকে, তখন তাকে তাদের প্রজেক্টের অর্থায়নকারী বলতে আর কোন বাধা থাকে না। কারণ তার মত এমন অসংখ্য কাস্টমারের টাকা দিয়েই ওরা ঐসব প্রজেক্ট চালায়।

টেকনিকালি, BRAC এর জিনিষ কেনা আর তসলিমা নাসরিনের ভরণপোষণ দেয়ার মধ্যে তেমন কোন তফাত নাই। তসলিমা নাসরিন ক্ষুধায় মরতে বসলে তাকে খাওয়ানো বোধ হয় তাও জায়েজ আছে।

Send as a message
Share on my page
Share in the group