Noor E

 
10 month Translate
Translation is not possible.

🤍🕋🤍

🤍🕋🤍

আমরা বলি, “আমি ব্যর্থ।”

কোরআন বলে, “অবশ্যই বিশ্বাসীরা সফল হয়।”

(সুরা : মুমিনুল, আয়াত : ১)

আমরা বলি, “আমার জীবনে অনেক কষ্ট।”

কোরআন বলে, “নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি।”

(সুরা : ইনশিরাহ, আয়াত : ৬)

আমরা বলি, “আমাকে কেউ সাহায্য করে না।”

কোরআন বলে, “মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।” (সুরা : রুম, আয়াত : ৪৭)

আমরা বলি, “আমি দেখতে খুবই কুৎসিত।”

কোরআন বলে, “আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে।” (সুরা : ত্বিন, আয়াত : ৪)

আমরা বলি, “আমার সঙ্গে কেউ নেই।”

কোরআন বলে, “তোমরা ভয় করো না, আমি (আল্লাহ) তো তোমাদের সঙ্গে আছি। আমি শুনি এবং আমি দেখি।” (সুরা : ত্বহা, আয়াত : ৪৬)

আমরা বলি, “আমার পাপ অনেক বেশি।”

কোরআন বলে, “নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।” (সুরা : বাকারা, আয়াত : ২২২)

আমরা বলি, “আমি সব সময় অসুস্থ থাকি।”

কোরআন বলে, “আমি (আল্লাহ) কোরআন অবতীর্ণ করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত.।”

(সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৮২)

আমরা বলি, “কোনো কিছু আমার ভালো লাগে না।”

কোরআন বলে, “তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়।” (সুরা : দুহা, আয়াত : ৫)

আমরা বলি, “বিজয় অনেক দূরে।”

কোরআন বলে, “জেনে রেখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে।” (সুরা : বাকারা, আয়াত : ২১৪)

আমরা বলি, “আমার জীবনে কোনো খুশি নেই।”

কোরআন বলে, “শীঘ্রই তোমার রব তোমাকে (এতো) দেবেন যে তুমি খুশি হয়ে যাবে।”

(সুরা : দুহা, আয়াত : ৫)

আমরা বলি, “আমি সব সময় হতাশ।”

কোরআন বলে, “আর তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিতও হয়ো না। তোমরাই বিজয়ী, যদি তোমরা মুমিন হও।” (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৯)

আমরা বলি, “আমার কোনো পরিকল্পনা সফল হয় না।”

কোরআন বলে, “আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।”

(সুরা : আলে ইমরান, আয়াত : ৫৪)

আমরা বলি, “আমার কেউ নেই।”

কোরআন বলে, “যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।”

(সুরা : তালাক, আয়াত : ৩)

#quran

Send as a message
Share on my page
Share in the group