Translation is not possible.

আমাদের দেশে হুজুরদের দোষ সবচেয়ে বেশি একটা হুজুর দোষ করলে পুরো সমাজের দোষ হয়। অন্যদিকে যারা সারাদিন চটি গল্পের লেজুড়ে গাঁথা শেষে দু একটা ভালো কথা বলে তারাই হয়ে যায় প্রগতিশীল, উচ্চশিক্ষিত, পণ্ডিত, গবেষক, উত্তরাধুনিক। সবাই তারে সমীহ করে। তাদের মধ্যে গুটিকয়েক বিদগ্ধ মানুষ যে নেই তা কিন্তু না। অবশ্যই আছে। যারা দেখাতে যায় লেজুড়ে গাঁথা বলা মানুষদের মাকাল ফলরূপ অন্তরের সৌন্দর্য। ফলে তাদের পড়তে হয় বিভিন্ন চাপে। আমাদেরও আবার গণ্ডারের চামড়া। তাতে আবার ইয়াজুজ-মাজুজদের আটকে রাখা দেয়ালের প্রলেপ দেওয়া। তাই এসব দেখে অন্তর যদি একটু বিগলিতও হয় পরে আবার আগের অবস্থানে ফিরে যাই।

#boycott_brac

image
Send as a message
Share on my page
Share in the group